Info: +88 0193 140 5986

নিউরো-মডুলেশন থেরাপিঃ অটিজম চিকিৎসায় নতুন দিগন্ত

May 13, 2017

0
নিউরো-মডুলেশন থেরাপিঃ অটিজম চিকিৎসায় নতুন দিগন্ত

নিউরো-মডুলেশন থেরাপিঃ অটিজম চিকিৎসায় নতুন দিগন্ত

Posted in : Treatments on by : indr
  • ,
  • নিউরো-মডুলেশন থেরাপির (অত্যাধুনিক ব্রেইন ফিজিওথেরাপি) মাধ্যমে ইটালির বিখ্যাত বিশ্ববিদ্যালয় Università di Napoli “Federico II” এর গবেষক গণ ব্রেইন এর কিছু বিশেষ অংশে ইনহেবিটরি স্টিমুলেসন দেয়ার মাধ্যমে মাত্র ২ সপ্তাহের মধ্যে ২৬.৭% অটিস্টিক সিম্পটম (বিশেষ করে হাইপার এক্টিভিটি এবং নন-কমপ্লায়েন্স) কমাতে সক্ষম হয়েছেন। ওয়ার্ল্ড জার্নাল অব বায়োলজিক্যাল সাইকিয়েট্রি এর মার্চ ২০১৫ সালের সংখায় এই গবেষণাটি গুরুত্ব সহকারে প্রকাশিত হয়।

    গবেষক গণ সপ্তাহে ৫ দিন করে ২ সপ্তাহ ব্যপি (মোট ১০ দিন ২০ মিনিট করে) অটিস্টিক বাচ্চাদের ইনহেবিটরি স্টিমুলেসন প্রয়োগ করেন এবং Aberrant Behavior Checklist (ABC) অনুযায়ী চিকিৎসার পূর্বে ও পরে ফলাফল গণনা করেন। এতে দেখা যায় গড়ে বাচ্চাদের ২৬.৭% সিম্পটম রিলিভ হয়েছে। এদের মধ্যে সিগ্নিফিকেন্টলি কমেছে হাইপার এক্টিভিটি এবং নন-কমপ্লায়েন্স বিহেভিয়ার।

    একই প্রটোকল ব্যবহার করে আমাদের দেশেও এই চিকিৎসা শুরু হয়েছে। বিস্তারিতঃ

    Institute of Neuro-Development & Research (INDR)
    01931405986

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *